মীরা মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষে এই সংকলনটি মোট তিনটি ভাগে বিভক্ত। এক, ভাস্কর মীরা মুখোপাধ্যায়কে নিয়ে বিভিন্ন শিল্প ঐতিহাসিক ও তাত্ত্বিকদের প্রবন্ধ। দুই, মীরা মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ অনুরাগীদের সাক্ষাৎকার। তিন শিল্পীর ভাস্কর্য ও রেখাচিত্রের ছবি। মীরা মুখোপাধ্যায় ১৪ বছর বয়সে ইন্ডিয়ান স্কুল অফ অরিয়েন্টাল আর্ট-এ শিল্পশিক্ষা শুরু করেন। পরে জার্মানীতে গিয়ে প্রথাগত শিল্পশিক্ষা শেষ করে সারা জীবন শিক্ষার্থী থাকার আগ্রহ নিয়ে নিজের শিল্পী জীবন অতিবাহিত করেছেন। অত্যাশ্চর্য্য সব শিল্প সৃষ্টি করে দেশে বিদেশে খ্যাতি লাভ করেন। মন থেকে তিনি আদ্যন্ত ভারতীয় ও কারিগরদের সঙ্গে একাত্ম এক শিল্পী। এই শিল্পী ও তাঁর শিল্পসত্বাকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে সংকলনটিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন খ্যাতিসম্পন্ন শিল্প-ঐতিহাসিক, তাত্ত্বিক থেকে শুরু করে শিল্পী অনুরাগীরা নিজেদের কথা, ভাবনা, অনুভব ও ব্যক্তিগত সংগ্রহের ছবি দিয়ে এই গ্রন্থটি সাজিয়ে তুলতে সাহায্য করেছেন। আমাদের বিশ্বাস এই সংকলনটি, শিল্প-রসিক ও আগ্রহী পাঠকদের ভাস্কর মীরা মুখোপাধ্যায় সম্বন্ধে নতুন কিছু জানতে ও তাঁকে নতুন ভাবে বুঝতে সাহায্য করবে।
ISBN-978-81-951507-9-3
Reviews
There are no reviews yet.