সুপর্ণা দেব একজন লেখক, দেশজ-উৎসাহী, ভ্রমণকারী এবং গল্পকথক। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়টি, যার মধ্যে তিনটি অনুবাদ। লেখালেখির বিষয়বস্তুতে ইতিহাস, পরম্পরা, ভ্রমণকাহিনি, রূপকথা এবং সংস্কৃতির প্রকাশ পাওয়া যায়, যেখানে জাদুবাস্তবতার ছোঁয়া রয়েছে। ২০১৮ সালে তিনি কথকতা সংগঠন চালু করেন, যার লক্ষ্য হলো প্রাচীন ও লুপ্ত ঐতিহ্য পুনরুজ্জীবিত করা এবং কথকতার আসর বা বিতর্কের মাধ্যমে সংস্কৃতি চর্চা করা। কলকাতা ও এর বাইরেও এ ধরনের আসর আয়োজন করা হয়েছে।
Publications